• akairtravels6@gmail.com
  • +880 1716 27 3462, +880 1990 60 9624
Blog Photo

বৈধ পথে ইউরোপ যেতে কি কি লাগবে?

ইউরোপে বৈধপথে প্রবেশের জন্য কোন ভিসার আবেদন করবেন? কোন ভিসা পেতে কী ধরনের কাগজপ্রত্র প্রয়োজন-- এমন বহু প্রশ্নের উত্তর দিচ্ছে ইনফোমাইগ্রেন্টস।

Blog Photo

ট্রাভেল এজেন্ট ছাড়াই শেনজন ভিসার আবেদন করবেন যেভাবে!!

ইউরোপে ভ্রমণ করতে ইচ্ছে হয় না কার! সব দেশের পর্যটকরাই এই মহাদেশে বেড়াতে চায়। ইউরোপে আকর্ষণীয় অসংখ্য গন্তব্য, স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য আছে। এগুলো ভ্রমণপ্রেমীদের ভ্রমণে উৎসাহিত করে তোলে নিঃসন্দেহে। তাই প্রতিবছরই পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Blog Photo

ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় ?

দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম।

Blog Photo

ইউরোপের যে ৬ দেশে ভিসা পাওয়া খুব সহজ

ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন এমন মানুষের সংখ্যা কম নয়। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকে বোঝেন না কোন দেশে যাওয়া কঠিন। কোনটি সহজ।

Do you want to get our quality service for your business?